কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ফের দিনদুপুরে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো কোচবিহার শহরে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের আরআরএন রোড সংলগ্ন এলাকায়। ওই ঘটনার পর স্থানীয় লোকজন চোরটিকে আটক করে গাছে বেধে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে পুলিশ ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।
জানা গেছে, কোচবিহার শহরের আর আর এন রোড সংলগ্ন এলাকায় এক রাজমিস্ত্রির যোগালির কাজ করতে গিয়ে রাস্তার পাশে সাইকেল রেখে কাজ করছিলো। সেই সময় এক ব্যক্তি ওই সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে বেঁধে রেখে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উত্তম মধ্যম বসিয়ে দেয় বলে অভিযোগ। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। ওই ঘটনায় আতঙ্কিত হয়েছে পড়েছে কর্মীরা।
এদিন এবিষয়ে রাজমিস্ত্রির যোগালির কাজে আসা ওই ব্যক্তির নাম সুশীল কার্জি জানান, আমি সাইকেল নিয়ে বাড়ি থেকে রাজমিস্ত্রির কাজের জন্য আসি। তারপর সাইডের কাছে আমি সাইকেল রেখে কাজ করছি। সেই সময় ওই যুবক ওই সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর স্থানীয় লোকজন তাকে আটক করে মারধোর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আমি আমার সাইকেল ফেরত পাই।
যদিও অভিযুক্ত যুবক তুফান বর্মণ জানান, আমি চুরি করি নাই। এখানে আসার পর আমার কি হয়েছে আমি নিজেই জানি না। তারপর এরা আমাকে ধরে বেঁধে রাখে বলে জানায় সে।