রানাঘাট নজরুল মঞ্চে রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো।

0
213

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শিক্ষক দিবস উপলক্ষে রানাঘাট নজরুল মঞ্চে রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় মহান রাষ্ট্রের অন্যতম প্রানপুরুষ ডঃ সর্বপল্লী রাধাকৃষনন এর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। তাঁর ১৩৪তম জন্মবার্ষিকীর শুভদিনে। নজরুল মঞ্চে শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়, রানাঘাটের পৌরপতি কোশল দেব বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর পবিত্র ব্রহ্ম, দুলাল পাত্র, কমনাশিস চট্টোপাধ্যায়, নারায়ন দাস সহ, উপস্থিত ছিলেন বীর নগর ও রানাঘাট শহর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক,নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সহ বিশিষ্ট জন। এই দিন শিক্ষক, শিক্ষিকাবৃন্দ। এই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। দেবনাথ গার্লস উচ্ছ বিদ্যালয়ের ছাত্রীদের চন্ড।লিকা অনুষ্ঠিত হয়। এই দিন মৃত শিক্ষিকা পিংকি কুণ্ডুর মেয়ে স্পৃহা দেচৌধুরি ও স্বামী সৌমেন দে চৌধুরীর হাতে ১০ হাজার ১টাকা ও নতুন জামা তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে শহর চক্রের এস, আই গৌরপদ সরকার বলেন এই দিনটি প্রত্যেক বছর যথাযত মর্যাদার সঙ্গে পালন করা হয়। শিক্ষক, শিক্ষিকা দের অংশগ্রহণ ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংগ্রহণের মধ্যে দিয়ে পালন করা হলো শিক্ষক দিবস। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন শঙ্কর মৈত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here