সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো নারী শক্তি জাগরণে তেজস্বী ট্রেনিং ।

0
1578

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- হাওড়া সিটি পুলিশের উদ্যোগে নারী শক্তি জাগরণের জন্য তেজস্বী ট্রেনিং শুরু হল সাঁকরাইল গার্লস স্কুলে । হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো নারী শক্তি জাগরণে তেজস্বী ট্রেনিং । স্কুলের মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে ট্রেনিং এর ব্যবস্থা করা হলো চলবে ১৪দিন। মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের মধ্যে স্কুলের মেয়েদের জন্য অনবদ্য প্রকল্প যা কিনা নিজেদের আত্মরক্ষার জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। স্কুলে মেয়েদের পড়াশোনার সাথে সাথে ক্যারাটে জুডো ট্রেনিং এর ব্যবস্থা করা হয়।উদ্বোধন হলো সাঁকরাইল গার্লস হাই স্কুলে। সাঁকরাইল গার্লস হাই স্কুল এবং রঘুদেববাটি গার্লস হাই স্কুলের মেয়েদের নিয়ে এই তেজস্বী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস ডিসিপি ম্যাডাম প্রতীক্ষা ঝাকাড়িয়া, এডিসিপি সাউথ দুর্বার বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য নাসিমা কাজী, সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ পাল, সাঁকরাইল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা এবং রঘুদেববাটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা, প্রাক্তন পঞ্চায়েত সভাপতি জয়ন্ত ঘোষ, সমাজসেবী অচিন্ত্য দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিজেকে কিভাবে আত্মরক্ষা করবে সেই বিষয়ে ক্যারাটে ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য এই তেজস্বী। অনুষ্ঠান শুরু হয় দুপুর ২ টো নাগাদ চলে প্রায় ৪:৩০ পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here