কুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে শুরু হল দুয়ারে সরকার শিবির।

0
516

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আবারও বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে রাজ্যে শুরু হয়েছে সপ্তমবারের দুয়ারে সরকার শিবির। আজ দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় কুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে শুরু হল দুয়ারে সরকার শিবির। সপ্তমবারের দুয়ারে সরকারের প্রধান লক্ষ্য সরকারি প্রকল্পের সুবিধা গুলো রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা মিলছে এই দুয়ারে সরকার শিবিরে। এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে এমনকী সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করে জমা দেওয়া করান। তিনি জানান, এবারে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মী ভাণ্ডারে ভালো সাড়া পাওয়া গিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ২০টি জমা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here