কোচবিহারে বৃক্ষরোপণের উদ্যোগ নিল পরিবেশ সংরক্ষণ সংস্থা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  একটি গাছ, একটি প্রাণ। এই চরম সত্যটুকুও ভুলতে বসেছে মানব সমাজের একাংশ। বর্তমানে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। মানব সভ্যতা উন্নতির সোপানে চড়ার সঙ্গে সঙ্গে, প্রাকৃতিক সম্পদগুলি বিনষ্ট হতে চলেছে। দেরিতে হলেও মানুষের চেতনা এসেছে। কিন্তু, প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় তা সুনামি বা এই ধরনের দুর্যোগ থেকে আমরা বুঝতে পারি। সবুজায়নের গুরত্ব এখন সবাই উপলব্ধি করেছে। উষ্ণায়ন ক্রমবর্ধমান। তাই সারা বিশ্বে নতুন করে উদ্ভিদ চারা রোপণের প্রচেষ্টা চলছে। সেই উদ্যোগে সামিল হয়ে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ নিল পরিবেশ সংরক্ষণ সংস্থা।
এদিন শনিবার কোচবিহার সংশোধনাগার চত্বরে তারা এই কর্মসূচি নেন। এদিন সংশোধনাগার চত্বর থেকে সাগরদিঘী পর্যন্ত প্রায় ২৪টি গাছরোপন করা হয়। পরবর্তীতে এই গাছগুলির রক্ষণাবেক্ষণ করবে পরিবেশ সংরক্ষণ সংস্থার সদস্যরা। এদিকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন বিষয়ে কোচবিহার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এই গাছ আমাদের প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে ও একটি মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন এবং গাছ থেকে যে কার্বন ডাই-অক্সাইড বিষাক্ত নির্গত হয় সেটাও গ্রহণ করে নেয় গাছ।
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, একটি গাছ অনেক প্রাণ তাই সবাইকে গাছ লাগিয়ে মানুষ ও পরিবেশকে বাঁচানোর চেষ্টা করতে বলেছেন। তাই সবাই গাছ লাগান ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেই স্পষ্ট তো জানিয়েছেন পরিবেশ সংরক্ষণ সংস্থার সদস্যরা। সেই সাথে পৌরসভা তাদের সবরকমভাবে সাহায্য করবে বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *