পুজোর আনন্দে সামিল হতে বানিয়ে ফেললেন দুর্গা প্রতিমা বালুরঘাট শহরের রথতলার সুরুচিপুর্না গৃহিনী রুপালী চক্রবর্তী নিজেই।

0
502

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালিরা মেতে উঠবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজায়। সেদিক থেকে পিছিয়ে থাকতে রাজি নয় বাড়ির গৃহিনীরা।সেরকম একজন বালুরঘাট শহরের রথতলার সুরুচিপুর্না গৃহিনী রুপালী চক্রবর্তী। তিনি নিজেই পুজোর আনন্দে সামিল হতে বানিয়ে ফেললেন দুর্গা প্রতিমা।
তবে খড়-মাটি দিয়ে নয়। বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় ছাট কাপড়ের টুকরো আর সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতি, লক্ষী-সহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন তিনি। দেবী দুর্গার পায়ের কাছে রয়েছে অসুরও। বাকি ছিল বেশভূষা-সাজসজ্জা। তাও বাজার থেকে দশকর্মার দোকান থেকে ৫০০ টাকা সাজসজ্জার সামগ্রী কিনে এনে মাত্র ১৫ দিনেই রূপালি চক্রবর্তী গড়ে তুলেছেন দুর্গাপ্রতিমা। যা দেখতে পাড়াপড়শিরাও এখন থেকেই ভিড় জমাচ্ছেন।
যদিও এর আগে কখনও এরকম কোনও প্রতিমা তৈরির কাজ করেননি রূপালিদেবী। তবে আর পাচজন গৃহীনির মতোই সূচ-সুতোয় হাতের সূক্ষ্ম কাজ ফুটিয়ে তুলেছেন অনেক কিছুতেই। এবার ছাট কাপড় দিয়েই বানিয়ে ফেললেন সপরিবার সহ কাপড়ের দুর্গা প্রতিমা।শুধু প্রতিমা বানিয়েই ক্ষান্ত থাকতে রাজি নন তিনি । এই কাপড়ের তৈরি প্রতিমাই বাড়িতে পুজো করা হবে চারদিন ধরে। তারপর ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে রাখা হবে। তবে শিল্পী রূপালি চক্রবর্তী জানালেন, ‘’কাপড় আর সুচ সুতো নিয়েই তিনি হাতের কাজ করতে ভালোবাসেন। সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরিকরে পুজো করেন। আমি কাপড়ের তৈরী প্রতিমা তৈরী করেই পুজো করতে ভালবাসি। তাই প্রতিমার সাজসজ্জার সামগ্রী কিনতে ৫০০ টাকা খরচ করে মাত্র ১৫ দিনের মধ্যে বানিয়ে ফেলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here