পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ-মোবাইল অ্যাপ থেকে গেম খেলে টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল সন্ধ্যা নাগাদ শহর বর্ধমানের কালনা গেট এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ মোবাইল অ্যাপ এ সামান্য কিছু টাকা ইনভেস্ট করে প্রতিদিন রোজকার করা যাবে এমন প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল প্রতারকরা। পুলিশের কাছে এমন অভিযোগ আসতেই তদন্ত শুরু করে পুলিশ।
গতকাল রাত্রে সৌমেন সোম নামে এক ব্যক্তিকে শহর বর্ধমানের কালনাগেট থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে এটি সম্পূর্ণ অনলাইন প্রতারণা।
পুলিশ সূত্রে জানা যায় “বিট কান্ট্ ডিপ” নামক এক মোবাইল অ্যাপ এ ৬০০০ টাকা ইনভাইট করার পর প্রতিদিন ৩০০ টাকা করে সামান্য একটা ছোট গেম খেলে রোজগার করা যাবে এমনই প্রলোভন দেখাতেন প্রতারকরা, এই প্রলোভনে পড়ে অনেকেই প্রতারিত হয়েছে। এই মর্মে প্রতারিত হওয়া কিছু ব্যক্তি বর্ধমান অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় সৌমেন সোমকে গ্রেফতার করে, সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করা হয় তাকে।
এই প্রতারণার জাল আরো কতদূর জড়িয়ে আছে তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।