জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে আসলো জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ of কমার্স এর ছাত্রছাত্রীরা । কলেজের নিজের উদ্যোগেই তারা রক্তদান শিবিরটি পরিচালনা করলো শনিবার। জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্স এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানান উদ্যোক্তারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকরা শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত মেডিকেল কলেজ ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে । এই বিষয়ে কলেজের ছাত্র জানান আজ আমাদের গর্বের দিন আজকের দিনই আমাদের কলেজ প্রতিষ্টিত হয়েছিল তাই এই দিনটি স্মরণীয় করে রাখতে আমাদের এই উদ্যোগ। আজকের এই শিবির থেকে মোট 100 ইউনিট রক্ত আমরা ব্লাড ব্যাংকে পাঠিয়েছি।