লক্ষ্মীর ভান্ডারে সবচেয়ে বেশি আবেদন জমা পরল দক্ষিণ দিনাজপুরে।

0
154

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- গতবারের মত এবারও লক্ষ্মীর ভান্ডারে সবচেয়ে বেশি আবেদন জমা পরল দক্ষিণ দিনাজপুরে। পরের সারিতেই রয়েছে বার্ধক্য ভাতা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাটি। মাত্র ৬ দিনে সার্থকতার সঙ্গে ৪৮ শতাংস এলাকা কভার করেছে বলেই দাবি জেলা প্রশাসনের।
দক্ষিণ দিনাজপুর জেলার ৩ টি পুরসভা এবং ৮ টি ব্লক জুড়েই চলছে দুয়ারে সরকার। ছদিনে ৬৬৭ টি সাধারণ এবং ১৪৮ টি মোবাইল ক্যাম্প বা শিবির হয়েছে। এই কদিনের শিবিরে ৫২ হাজার ৪৩২ জন মানুষ নাম নথিভূক্ত করেছে। তবে আবেদন গ্রহণ করা হয়েছে ৩৯ হাজার ৩৯৯ টি। যার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পরেছে লক্ষ্মীর ভান্ডারে। শুধু এই প্রকল্পেই ১২ হাজারের বেশি আবেদন জমা পরেছে এই শিবিরে। তার মধ্যে ৪ হাজার ১০০ টি অনুমোদন দেওয়া হয়েছে আপাতত৷ বাকি থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর কাজ চলছে। এরপরেই ভিড় জমছে বার্ধক্য ভাতার লাইনে। সেখানে আবেদন পরেছে ৮ হাজার ৮৭৫ এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন জমা পরেছে ৮ হাজার ৮২৩ টি।
অতিরিক্ত জেলা শাসক একে আজাদ ইসলাম জানান, ৩৫ ধরণের প্রকল্পতেই মানুষ আবেদন করছেন। তবে সবচেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডারে জমা পরেছে আবেদন। প্রকল্পগুলির ৩৩ শতাংস পরিষেবা ইতিমধ্যে প্রদান করেছি আমরা। ৭২ শতাংস বিষয় নিস্পত্তি করতে পেরেছি। বাকি কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here