নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোনারায়েরধাম প্লেয়ার্স একাডেমির উদ্যোগে শুক্রবার রাতে শুরু হল সপ্তমবর্ষ ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার সোনারায়েরধাম প্লেয়ার্স একাডেমির ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে বি এন দত্ত স্মৃতি মহাবিদ্যালয় কলকাতা এবং রাজগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন। বি এন দত্ত স্মৃতি মহাবিদ্যালয় ২-১গোলে রাজগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনকে পরাজিত করে। বি এন দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের হয়ে বাতাস মূর্মূ এবং উত্তম কুজুর গোল করেন। এবং রাজগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন রুপম রায়। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বি এন দত্ত স্মৃতি মহাবিদ্যালয় বাতাস মূর্মূ। অপরদিকে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় দলসিংপাড়া স্পোর্টস একাডেমি বিরুদ্ধে ২-০গোলে বিজনি এফসি অসম জয় লাভ করে। বিজনি এফসি অসমের হয়ে জোড়া গোল করেন নিকি মোচারি। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজনি এফসি অসমের বিদ্যাজিত বসুমাতা। জানা গিয়েছে, শনিবারের প্রথম খেলায় অংশগ্রহণ করবে কোকড়াঝাড় এফসি অসম এবং আয়োজক দল। এবং দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে নলবাড়ি রাইজিং একাডেমির বিরুদ্ধে মাঠে নামবে ছুনাচেন স্পোর্টস একাডেমি সিকিম । এদিনের উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য মানিক রায় এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী তথা প্রাক্তন ফুটবলার জ্ঞানেন্দ্র সরকার, সুরেন্দ্র দাস, কৃষ্ণমোহন রায় প্রমুখ।
Home রাজ্য আলিপুরদুয়ার শুক্রবার সোনারায়েরধাম প্লেয়ার্স একাডেমির ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে বি এন...