রবিবার বাম গ্রামের ফুটবল ময়দানে মোট ১৬টি দল নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

0
417

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান-২ ব্লকে আয়োজন করা হলো এক দিবসীয় সদস্য কাপ ২০২৩ যার পরিচালনায় বাম আমরা সবাই ক্লাব। রবিবার বাম গ্রামের ফুটবল ময়দানে মোট ১৬টি দল নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এদিনের এই খেলা দেখতে খেলা প্রেমীদের মানুষের ভিড় চোখে পড়ার মতো। খেলায় বিজয়ী দলকে ৪০ হাজার ১ টাকা ও এক ফেরতযোগ্য আজিজ রহমান স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি এবং বিজিত দলকে ৩৫ হাজার ১ টাকা ও ফেরত যোগ্য মিজানুর রহমান স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি দেওয়া হবে। এদিন খেলার উদ্বোধন করেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব ব্যানার্জী, বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আজাদ রহমান সহ আরও অনেকে। খেলার মাঠে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক,পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান। এদিন মোট ষোলো টি টিম নিয়ে টান টান উত্তেজনার মধ্যে খেলা এগোয়, সেমি ফাইনাল এ ওঠে বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েত এবং চার ভাই একাদশ। ট্রাই ব্রেকারের মাধ্যমে খেলা ফাইনাল খেলা টি শেষ হয় এবং শেষ পর্যন্ত চার ভাই একাদশ এই এক দিবসিও ফুটবল টুর্নামেন্ট এ ৩-২ গোল এ জয় লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here