নিজস্ব সংবাদদাতা, মালদা:- রেল থেকে পরিবহন সহ মালদায় একাধিক উন্নয়নের দাবি জানিয়ে বর্ধিত সভা আয়োজন করলো মালদা বাংলা পক্ষ নাম একটি সংগঠন। রবিবার মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট লাগুয়া একটি বেসরকারি হোটেলের ভবনে এই সভার আয়োজন করা হয়। যেখানে আলোচনার মাধ্যমে মালদা – মুশিদাবাদের জাতীয় সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা । মালদা থেকে দুই দিনাজপুরের জন্য লোকাল ট্রেন চালু , মালদা ডিভিশনকে কোনোভাবেই যাতে বিহারে সরিয়ে না নিয়ে যাওয়া হয় সেই চক্রান্তের প্রতিবাদ জানিয়ে দিল্লি মালদাকে নিজের জমিদারি মনে করলে, আমরা সেই জমিদারি প্রথাকে উচ্ছেদ করে দেবো। রবিবার মালদায় এসে এমনটাই দিল্লির কেন্দ্রীয় সরকারকে এমনই হুঁশিয়ারি দিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। মালদা বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা এই সভার আয়োজন করে। সেখানে বাংলা সহ মালদা জেলার প্রতি কেন্দ্র সরকারের একাধিক বঞ্চনার বিষয়েও সমালোচনা করা হয়।