দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-এবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের টিবি রোগীদের কফ পরীক্ষার জন্য ব্লক, সাব ডিভিশন কিংবা জেলা সদরে আসতে হবে না।টিবি রোগীদের কফ পরীক্ষার জন্য দক্ষিণ দিনাজপুর জেলায় সাব সেন্টার গুলিতে পরীক্ষার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের আত্রাই সভাকক্ষে একটি সাংবাদিক সম্মেলন করে এমনই তথ্য জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই সাংবাদিক বৈঠকে জেলার আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক, বালুরঘাট হাসপাতালের সুপার সহ অন্যান্য।