দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বর্তমানে যুব সমাজ খেলার মাঠ থেকে দূরেই রয়েছে। পাশাপাশি এই ডিজিটাল যুগে যুব সমাজ মোবাইল গেম এবং মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে আজ বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর ফাইনাল খেলা আয়োজিত হলো। এই ফুটবল টুর্নামেন্ট ৬০ তম বর্ষে পদার্পণ করল। ৮ টি দল নিয়ে গত ৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শ্যাম মেটালিক, জামুরিয়া এবং মিলন সংঘ, তারাপীঠ। খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে দুই দলই কোনো গোল না করায় ট্রাইব্রেকারে শ্যাম মেটালিক, জামুরিয়াকে পরাজিত করে জয়ী হয় তারাপীঠ মিলন সংঘ। এদিন বিজয়ী দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা এবং বিজিত দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, আলমবাজার মঠের মঠাধ্যক্ষ মধু মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাশিষ চট্টরাজ সহ আশ্রমের মহারাজরা। এদিন মাঠের চারপাশ জুড়ে দর্শকাসনে ছিল বহু ফুটবলপ্রেমীদের ভিড়। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে এই শিল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। ৬০ বছর ধরেই এই ফুটবল প্রতিযোগিতা চলছে। জেলার বুকে এক অনন্য নজির। এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যের বহু নামি দামি দল এবার এই খেলায় অংশ নিয়েছিল। তিনি আরও জানান, এলাকার ছেলেমেয়েরা খেলায় যাতে উৎসাহিত হয়। তাঁরা যেন সক্রিয় ভাবে ফুটবল খেলায় অংশগ্রহন করে এবং তাঁরা রাজ্য স্তরে, জাতীয় স্তরে অংশগ্রহণ করে এটাই আমাদের লক্ষ্য।