নারায়ণগড় পঞ্চায়েত সমিতি ও বেলদা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির আয়োজিত হলো।

0
352

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি ও বেলদা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির আয়োজিত হলো। এদিন নারায়ণগড় ব্লক প্রায় দুই হাজার প্রতিবন্ধী এই শিবিরে শংসাপত্র পাওয়ার জন্য আসেন। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই, সহ-সভাপতি মিহির চন্দ,জয়েন্ট বিডিও দিলবর হোসেন সুশান্ত ধল সহ অন্যান্যরা। এদিন বিধায়ক নিজে এক প্রতিবন্ধী কিশোরকে শিবিরে চিকিৎসকদের কাছে ট্রাই সাইকেলে করে পৌঁছে দেন। বিধায়কের এই মানবতাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here