বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান এর মানবিক উদ্যগ।

নিজস্ব সংবাদদাতা, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বৈকুন্ঠপুর ১ অঞ্চলের শরণ্যা মোড়ে ট্যাক্সি স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং বাজার কমিটির যৌথ উদ্যোগে প্রতি বছর করা হয় বিশ্বকর্মা পুজো। বেশ কিছুদিন যাবত এই পুজো করতে সমস্যায় পড়ছিলেন ট্যাক্সিচালক এবং টোটো চালকরা তারা তাদের সমস্যার কথা জানান বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানকে। আজাদ রহমান তাদের কথা দেন যে বিশ্বকর্মা পুজোর সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন। তাতেই বেশ খুশি হয় ট্যাক্সিচালক এবং টোটো চালকরা। একজন মুসলিম ধর্মালম্বী মানুষ হয়েও হিন্দু ধর্মের প্রতি যে আজাদ রহমান শেখের অগাধ শ্রদ্ধা রয়েছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। নিজের ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করে দিচ্ছেন শিব মন্দির। তাই বলাই চলে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করেন বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান। বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান বলেন, মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। আর জাতি ধর্ম বর্ণ তো আমি এগুলো কিছু মানি না আমরা সবাই সমান। তাই মানুষ যেখানেই বিপদে পড়ুক আমাকে একবার জানালে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *