পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – শাটার ভেঙ্গে বিদ্যাসাগর ব্যাংকে ডাকাতির চেষ্টা, আর তাতেই চঞ্চল্যয়
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের খাকুড়দা শাখায়, বৃহস্পতিবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে এসে দেখতে পায় শাটার ভাঙা রয়েছে। এরপর খবর দেওয়া হয় জোড়াগেড়িয়া ফাঁড়িতে। পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে শাটার ভাঙ্গা রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙ্গাতলা। ভল্টের তালা ভাঙলেও ভোল্ট খুলতে পারেনি। ব্যাংকের ম্যানেজার অমলকান্তি নায়েক বলেন, আমরা এসে দেখেছি গ্রিল, শাটার, কলাবসেবল গুলো ভাঙ্গা রয়েছে এবং স্ট্রং রুমের কলবাসেবল শাটার ভাঙ্গা। সিসিটিভির হার্ডডিস্ক,ব্যাংকের সার্ভার, এয়ারটেলের রাউটার নিয়ে গেছে। আলমারি গুলো খোলা অবস্থায় ছিল কি গেছে না গেছে সেগুলো দেখতে হবে ভালো করে। পরে ঘটনাস্থলে যান বেলদা থানা ভারপ্রাপ্ত অধিকারীক এবং সার্কেল ইনফেক্টর বেলদা। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।