শক্তির উপাসনা করতে গিয়ে ১৪৮০ খ্রিস্টাব্দে এখানেই প্রথম দুর্গোৎসব আয়োজন করেন রাজা কংস নারায়ণ রায় বাহাদুর। এরপর তা ক্রমেই ভারতবর্ষে ছড়িয়ে যায়। এখন এই উৎসব সার্বজনীন রুপ নিয়েছে। ইতিহাস থেকে জানা যায়, ১ হাজার ৫০০ শতকের প্রথম দিকে কামদেব ভট্ট তাহেরপুরে রাজ্য প্রতিষ্ঠা করেন। তার উত্তরাধিকার সূত্রে রাজা হন কংস নারায়ণ। তিনি নিজেকে বিখ্যাত করার জন্য অশ্বমেধযজ্ঞ করার ঘোষণা দেন। তখন রাজপতি রমেশ শাস্ত্রী রাজাকে অকালবোধনের মাধ্যমে অসময়ে দুর্গাপূজা আয়োজনের পরামর্শ দেন।
রাবণ বধে রামের অকালবোধনের মাধ্যমে শরৎকালে দুর্গাপূজার বর্ণনা শুনে রাজা কংস নারায়ণও তা আয়োজনের সিদ্ধান্ত নেন। বাংলা ৮৮৭ সালের আশ্বিন মাসের মহাষষ্ঠী তিথিতে অকালবোধনের মাধ্যমে কংস নারায়ণ দেবী দুর্গার প্রতিমা গড়ে প্রথম দুর্গাপূজা করেন। এরপর থেকেই শরৎকালের দুর্গাপূজা ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে।
।। তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।