জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের অধীন রানীনগর শিল্প তালুকের এক ঠান্ডা পানীয় কোম্পানির গেটের বাইরে এদিন সকাল থেকেই তৃণমূলের পতাকা হাতে শ্রমিক সংগঠনের বিক্ষোভ। মাইক হাতে তৃণমূলের পতাকা নিয়ে হাতে স্লোগান শাউটিং এর মধ্য দিয়ে এদিন শামিল তৃণমূল শ্রমিক সংগঠনের বেশকিছু কর্মী সহ স্থানীয়দের একাংশ। তাদের দাবি এই ফ্যাক্টরিতে স্থানীয় শ্রমিক নিয়োগ করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ বাইরে থেকে শ্রমিক এনে এই ফ্যাক্টরিতে কাজ করানো হচ্ছে অথচ স্থানীয়রা কাজ থেকে বঞ্চিত। স্থানীয়দের নিয়োগের দাবিতে এদিনের এই বিক্ষোভ বলে বিক্ষোভকারীরা জানান ।
যদিও ফ্যাক্টরি ম্যানেজার শুভম আগরওয়াল এর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।
যদিও ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনের নজরে এসেছে । ডেপুটি লেবার কমিশনার ( DLC ) কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।