নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

0
60

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- করম পুজো উপলক্ষে ধামসা মাদলের তালে মাতোয়ারা গোটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝুমুর নাচ, আদিবাসী নৃত্য সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা শহরজুড়ে। আজ করম পূজোর তৃতীয় দিন এই দিনটিকে সরকারিভাবে মান্যতা দেওয়া হয়, যার জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকে। নদীয়ার শান্তিপুর সুত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশ আদিবাসী পরিবার, প্রত্যেক বছরই করোম পূজা উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মনে থাকে। কিন্তু এবছর করম পূজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে শামিল হলেন তারা। নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর যেখানে রঙিন শাড়ি মাথায় কলস এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যই মাতোয়ারা হয় তারা। আজ করম পূজা সম্পর্কে ওই গ্রামের যুবক উৎপল মাহাতো বলেন, আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পুজো উৎসব পালন করা হয়। সন্ধেই করম গাছকে আমরা নিষ্ঠার সাথে পূজা করি, যেখানে প্রচুরসংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here