আবদুল হাই, বাঁকুড়াঃ- আগামী ২৮শে সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস হজরত মোহাম্মদের জন্ম মাস। মুসলিম ধর্মের ধর্ম সংস্কারক হযরত মহম্মদ সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন সেই কারণেই এই দিন টিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশ্ব নবী দিবস হিসাবে পালন করে আসছে। সোমবার কোতুলপুর থানার একটি সভাগৃহে মাওলানা মৌলবী সাহেব এবং স্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন কোতুলপুরের সার্কেল ইন্সপেক্টর কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস হালদার সহ একাধিক পুলিশ আধিকারিক। শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে সাফল্যমন্ডিত হোক এই বিশ্ব নবী দিবস এমন বার্তা দেন পুলিশ আধিকারিকরা। হিন্দু ও মুসলমান দের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধন ঘটুক এই বিশ্ব নবী দিবসে। বেশ কিছু জায়গায় সভাযাত্রা আকারে বিভিন্ন গ্রামে ঐদিন প্রদক্ষিণ করবেন বলেই জানালেন মৌলানা সাহেবরা কিছু কিছু জায়গায় মসজিদেই তারা বিশ্ব নবী দিবস পালন করবেন এমনটাই জানালেন। পুলিশ প্রশাসন এবং মৌলানা সাহেবরা আশাবাদী কোনরুপ অপ্রীতিকর ঘটনা ঘটবে না ভাতৃত্বের মেলবন্ধনে সার্থক হবে বিশ্বনবী দিবস। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার কথা জানানো হয়। বিশ্ব নবী দিবস উপলক্ষে বিভিন্ন জায়গাতে থাকছে ধর্মীয় জলসা। কোতুলপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয় যে আঙুলের ছাপ জালিয়াতি করে যে প্রতারণা চলছে সে নিয়েও সাধারণ মানুষকে সচেতন করেন। বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ দেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাশিষ হালদার। সর্বোপরি সকলের উপস্থিতিতে সার্থক হয়ে ওঠে এই বিশেষ বৈঠক।