খাবারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

0
12

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের ধুমসাদিঘী তে ত্রাণের দাবিতে পথ অবরোধ বন্যার্ত মানুষের।
টানা চার দিনের লাগাতার বর্ষণে জল বেড়েছে টাঙ্গন নদীতে। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। ফলে কুশমন্ডি, হরিরামপুর, এবং বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জলমগ্ন মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্যামপুর, দক্ষিণ শ্যামপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু মানুষ কে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হলেও পর্যাপ্ত ত্রাণ নেই। অভিযোগ খাবার দেওয়া হয়নি তাদের। শুকনো খাবার বা রান্না খাবার কোনটাই না পাওয়ায় এদিন খাবারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ওই দুই গ্রামের মানুষজন এদিন ধুমসাদীঘি বাসস্ট্যান্ডে এসে পর্যাপ্ত ত্রানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা থাকেন। খাবারের দাবিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রুপা চক্রবর্তীকে ও আটকে বিক্ষোভ দেখান তারা।

দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জেলার ব্লক স্তরে পর্যাপ্ত ত্রাণ ও খাবারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here