নিজস্ব সংবাদদাতা, মালদা-হবিবপুর:– আশ্বিণ মাসে সোমবার সকাল থেকে করম পুজো মালতো করমী সম্প্রদায়ের মানুষ (Karam Puja)। আদিবাসী অধ্যুষিত এলাকা মালদহের হবিবপুর ব্লক চেঁচাইচন্ডী হয়।এই করম পুজোয় প্রথমবার সরকারি ছুটি,দ্বিগুণ আনন্দ কুড়মি,আদিবাসী মহল্লায়।এই করম উৎসব। পুরুলিয়া, বিহার,
ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়ের আদিবাসীরা এই উৎসব আনন্দের সঙ্গে করম পুজোয় মেতে ওঠেন।এবছর আবার রাজ্য সরকার করম পরবে পূর্ণ ছুটি ঘোষণা করেছে। তাই আনন্দ কয়েকগুণ বেশি কুড়মি (Kurmi) আদিবাসীদের মধ্যে।মন্ডপ সাজিয়ে করম গাছের ডাল নিয়ে এসে আদিবাসী ব্রাহ্মণ দিয়ে এই পুজো হয়ে থাকে। চলে সারারাত্রি ধামসা মাদল নিয়ে নাচ ও গান। সাতদিন নিরামিষ খেয়ে এবং আজকের দিনে উপবাস থেকে এই ব্রত পালন করেন। মূলত কুমারী মেয়েদের জন্য এই পুজোটি। মেয়েরা লাল পাড় শাড়ি পড়ে পুজোর জন্য জল ভরা ও করম গাছের ডাল নিয়ে আসে, এনে মন্ডপে উপস্থাপন করে এই পূজাটি করে। মূলত কুমারী মেয়েরা তাদের ভাই বোনের মধুর সম্পর্ককে অটুট রাখতে এই পুজো করে থাকেন।