দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেতন বৃদ্ধি, বকেয়া প্রদান এবং স্থায়ীকরণের দাবিতে সরব কর্মবন্ধুদের। মঙ্গলবার নিজেদের দাবিতে শখানেক কর্মবন্ধু সামিল হয় আন্দোলনে। সারাবাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মচারী সমম্বয় সমিতির ব্যানারে বালুরঘাট জেলা প্রশাশনিক ভবণে তারা বিক্ষোভ দেখায়। এরপর জেলা শাসকের দফতরে নিজেদের দাবিদাওয়া ডেপুটেশান আকারে জমা করেন। আন্দোলকারী মামনি বিশ্বাস জানান, ১৯৯৯ সাল থেকে তারা কাজ করছেন। কিন্ত ৩ হাজার টাকার বেশি মাইনে হয়নি। অথচ প্রতিদিন বেলা সাড়ে দশটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তাদের থাকতে হয় অফিসে। বেতন বৃদ্ধি, বকেয়া প্রদান ও স্বীকৃতির দাবিতে এই ডেপুটেশান তাদের।
মঙ্গলবার নিজেদের বিভিন্ন দাবিতে সরব কর্মবন্ধুদের।

Leave a Reply