দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-বার্ষিক হিসেবের গরমিল এবং সমবায় সমিতির টাকা তছরুপের কারণে পঞ্চায়েত অফিসে তালা মারলেন সমবায় সমিতির মহিলারা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিজাজপুর জেলার বালুরঘাট ব্লকের ৫ নং ভাটপাড়া অঞ্চলে। অভিযোগ ওই অঞ্চলে মোট ২২টি দল মিলে ৫ নং ভাটপাড়া সমাজ কল্যাণ সংঘ বহুমুখী সমবায় সমিতি গঠন করায় কিন্তু সেই সমিতির গত কয়েকবছর ধরে সম্পাদিকা হিসেব পেশ করছেন না । পাশা পাশি সংগঠনের মহিলাদের মধ্যে সমান ভাবে টাকা বণ্টন করছেন না অভিযুক্ত সম্পাদিকা, তার পরিবর্তে সম্পাদিকা বদল করতে হবে বলে আজ ভাটপাড়া অঞ্চল অফিস তালা ঝুলিয়ে দেয় উত্তেজিত মহিলারা। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমবায় সমিতির টাকা তছরুপের কারণে পঞ্চায়েত অফিসে তালা মারলেন সমবায় সমিতির মহিলারা।

Leave a Reply