নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আদিবাসী সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব করম পুজো। ডুয়ার্সের চা বলয়ে সোমবার রাতে ধূমধামের সহিত পালিত হচ্ছে করম পুজো। চা বলয়ের মানুষদের বড় উৎসব করম ।
করম গাছ পুজো হয় । সারারাত ধামসা , মাদলের তালে চলবে নৃত্য ।
করম পুজোয় মূলতঃ প্রকৃতিকে পুজো করা হয় । সরারাত হয় পুজো এবং আগামীকাল হবে করম বিসর্জন।