দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা উচ্চপর্যায়ের বৈঠকের পরেই নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বালুরঘাট শহর এলাকায় ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বৈঠক করলেন জেলা শাসক। সমস্ত কাউন্সিলর এবং চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সচেতনতায় আলোচনা হয়েছে বৈঠকে। গতবছরের তুলনায় এবারে ডেঙ্গুর সংখ্যা অনেকটাই বেড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। খাতায় কলমে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৬১ জন। যার মধ্যে শুধুমাত্র বালুরঘাট শহরেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৬ জন। তবে বেশিরভাগই বাইরে থেকেই এসেছে বলে দাবি পুরসভা ও প্রশাসনের।
পুজোর আগে ডেঙ্গুতে নাগাম টানতে কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি শহরে পুজোর আগে রেগুলার প্রশাসনের সব দপ্তরকে নিয়ে স্পেশাল ড্রাইভে নামা হবে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, সদর মহকুমাশাসক সুমন দাশগুপ্ত, জেলামুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য কাউন্সিলররা। বৈঠক শেষে এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করা হয়।
দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, জেলাজুড়ে চলতি বছরে ৫৬১ জন আক্রান্ত হয়েছে। চলতি বছর বালুরঘাট শহরে ৪৬ জন আক্রান্ত হয়েছে। যা গতবছরের তুলনায় অনেকটাই বেশি। তাই এদিন পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে মাঠে নেমে কাজ করতে বলা হয়েছে। ২ দিনের বেশি কেউ জ্বরে আক্রান্ত হলে তাদের পরীক্ষা করতে বলা হচ্ছে। এছাড়াও বৃষ্টির কারণে কিছু দপ্তরে জল জমে থাকায়, ডেঙ্গুর প্রবণতা বাড়তে পারে। তাই সেই দপ্তরগুলিকেও জানানো হচ্ছে। পুজোর আগে এনিয়ে স্পেশাল পরিছন্নতার ড্রাইভ চালানো হবে।
পুজোর আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছেন কর্তারা। এদিকে বর্ষার মরশুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চারদিকেই হুহু করে বাড়ছে। তাই জেলার স্বাস্থ্য টিমের সঙ্গে প্রায়ই রাজ্য স্বাস্থ্যভবনের নিয়মিত বৈঠক চলছে। রাজ্যের নির্দেশেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর।