নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর:-
রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায়, সতর্ক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বালুরঘাট পৌরসভার কাউন্সিলরদের সাথে বৈঠকের পর ডেঙ্গু রোধে তৎপর বালুরঘাট পৌরসভা। বিভিন্ন ওয়ার্ডে চলছে মশা নিধনকারী তেল স্প্রে, বাড়ি বাড়ি সার্ভের কাজ।
বালুরঘাট পৌরসভার ডেঙ্গু সার্ভে টিমের সদস্য রত্না সরকার জানান, বালুরঘাট শহরে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে টিম অভিযান চালিয়ে বাড়ির কোথাও জল জমে আছে কিনা তা দেখছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র বালুরঘাট শহরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৬ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে ৮ জন এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ৩ জন, অর্থাৎ জেলায় এমুহুর্তে মোট ১১ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন।
ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বালুরঘাট পৌরসভার কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেছেন। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, বালুরঘাট শহরে তুলনামূলক ভাবে ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে। বালুরঘাট পৌরসভার সাথে বৈঠকে বালুরঘাট শহরে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ অভিযান চলবে।
বালুরঘাট পৌরসভার কাউন্সিলর প্রবীর দত্ত জানান, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে এসেছে। পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ অভিযান চালিয়ে যাচ্ছে। সাফাই অভিযানের পাশাপাশি মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়েছে। কোথাও জল জমে না থাকে তা দেখা হচ্ছে।
অপরদিকে বালুরঘাট পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে পৌরসভার উদাসীনতাকে দায়ী করেছেন বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত। তিনি জানান, বালুরঘাট শহরের প্রতিটি ওয়ার্ডে নর্দমায় জল জমে, আবর্জনায় ভর্তি। এবছর তুলনামূলক ভাবে বালুরঘাটে ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বালুরঘাট পৌরসভা ব্যর্থ বলে তিনি জানান।
Leave a Reply