নদীয়ার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের গার্লস হাই স্কুল জাতীয় পুষ্টি মাস উপলক্ষে কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় স্কুলের মনোরম পরিবেশে বিভিন্ন সুস্বাদু খাবারের ডালি নিয়ে বসানো হয় ১২টি স্টল।

0
220

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্কুলে এবার শুধু ছাত্রীদের পঠন পাঠন নয়, ছাত্রীদের অন্য দিশা দেখাতে অভিনব উদ্যোগ শিক্ষিকাদের। ছাত্রীদের নিয়ে এমনই এক নজির গড়লো নদীয়ার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের গার্লস হাই স্কুল। জাতীয় পুষ্টি মাস উপলক্ষে কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় স্কুলের মনোরম পরিবেশে বিভিন্ন সুস্বাদু খাবারের ডালি নিয়ে বসানো হয় ১২টি স্টল। এক একটি স্টলে রয়েছে পাঁচজন করে ছাত্রী, আর হরেক রকম খাবারের তালিকায় রয়েছে আলু কাবলি, ঝাল মুড়ি, দই ফুচকা, জল ফুচকা, চিকেন পকোড়া, মোমো, শরবত, রুটি তরকা, পিঠে, চাওমিন, সেমাই, চা, চুরমুর সহ বিভিন্ন খাবার। তবে মাথায় সেভ ক্যাফ ও হাতে গ্লাভস পড়ে পরিবেশন করতে দেখা যায় প্রত্যেকটি ছাত্রীকে। স্কুলের এই অভিনব উদ্যোগ নিয়ে প্রধান শিক্ষিকা আইবি প্রামানিক বলেন। স্কুলের ছাত্রীরা একটা সময় পড়াশোনা শেষ করে যে যার মতো চাকরি থেকে শুরু করে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে, কিন্তু স্কুল জীবনের স্মৃতি থেকেই যায়। অনেক ছাত্রী হয়তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইবে, তখন নিজেদের হাতে তৈরি করা খাবার কিভাবে পরিবেশন করতে হয়, বা কোন কোন খাবারে কি কি উপকরণ ব্যবহার করতে হয় অনেকটাই জানা থাকলো তাদের। তবে শুধু স্কুলের শিক্ষিকাদের নয় ছাত্রীদের মধ্যে এতটাই ইচ্ছে শক্তি বেড়ে ওঠে যে দুই একদিনের সিদ্ধান্তেই সবটাই করে দেখাতে পারলো ছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here