নিজস্ব সংবাদদাতা, মালদা :— প্রবল বৃষ্টিতে , বন্যার পরিস্থিতি শুরু হয়েছে বামনগোলা ব্লকে বেশ কিছু অঞ্চলে।বন্যার জল বাড়তে শুরু করেছে চিন্তায় ঘুম নেই এলাকার বাসিন্দাদের।বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের আইসানি নবাব নগর,গোবিন্দপুর সহ ওই অঞ্চলের বেশ কিছু জায়গায় জলমগ্ন।ওই এলাকার বিঘা পর বিঘা কৃষি জমি জলমগ্ন সবজি চাষীদের মাথায় হাত পটল, বেগুন লঙ্কার বিভিন্ন সবজি চাষীদের চাষের জমি জলের তলায় চিন্তায় পড়েছেন কৃষকেরা বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যাওয়ায় কিভাবে উপার্জন হবে তাই নিয়ে চিন্তায় রয়েছে মদনাবতী অঞ্চলের চাষিরা।
Leave a Reply