পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকা রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাই সভা মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন ২রা অক্টোবর দিল্লি চলো। সেই মর্মে ২রা অক্টোবর দিল্লির রাজঘাটে গান্ধী মূর্তির পদদেশে ও যন্ত্রর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তেসরা অক্টোবর রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য। সেই মর্মে মঙ্গলবার বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতে পালিত হল অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ পঞ্চায়েত সদস্য এবং সদস্যবৃন্দরা। বৈকুণ্ঠপুরএক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। যতক্ষণ না আমাদের হকের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে।
অবস্থান বিক্ষোভ কর্মসূচি বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতে ।

Leave a Reply