পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে সংগটিত হলো ধিক্কার মিছিল। বাংলার প্রতি সীমাহীন আর্থিক বঞ্চনা ও বাংলার জনপ্রতিনিধিদের দিল্লিতে হেনস্তার প্রতিবাদে বুধবার সংগটিত হয় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে ধিক্কার মিছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিশ্বজিৎ সাঁই বলেন, আমরা যেমন সরকারি কর্মচারী আমরা যেমন স্থায়ী অস্থায়ী কর্মচারীদের সাথে যুক্ত নানা সমস্যার কথা বলি তেমনি আমরা বাংলার সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা তার জন্য আমরা সবসময় গলার আওয়াজ বের করি। বাংলার মানুষের যে বকে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই বকে টাকা আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের জন প্রতিনিধিরা গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি নেতৃত্বের দিল্লি। চরম অপব্যবস্থার শিকার হন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রীরা দেখা পর্যন্ত করেননি, সাথে সাথে চরমহেনস্তার শিকার হয়েছেন তারা। মঙ্গলবার দিল্লির ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বুধবার আমরা সংগঠিত করেছি ধিক্কার মিছিল।
মঙ্গলবার দিল্লির ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বুধবার পূর্ব বর্ধমানে ধিক্কার মিছিল।

Leave a Reply