জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের মধ্যে বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম খ্যাতি অর্জন করা ক্লাবটির নাম দাদাভাই ক্লাব ।এ বছর তাদের পূজো 46তম । বিশেষ থিম ভেলুরের স্বর্ণ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হবে। বাজেট রেখেছে প্রায় 45 লক্ষ টাকা ।বুধবার খুঁটি পূজার মাধ্যমে কালীপুজোর কাজের শুভ সূচনা হলো ।এই দিন দাদাভাই ক্লাব প্রাঙ্গনে সকল সদস্যদের উপস্থিতিতে এবং পুরোহিতের মন্ত উচ্চারণের মাধ্যমে দাদাভাই ক্লাবের কালীপুজোর খুঁটি পূজার কাজ শুরু হলো। এমনটাই জানিয়েছেন সম্পাদক তপন ব্যানার্জি।
সকল সদস্যদের উপস্থিতিতে এবং পুরোহিতের মন্ত উচ্চারণের মাধ্যমে দাদাভাই ক্লাবের কালীপুজোর খুঁটি পূজার কাজ শুরু হলো।

Leave a Reply