জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – বিগত চার বছর থেকে লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেছিস এর তরফে পাঁচ টাকার বিনিময়ে মানুষকে খাওয়ার পরিষেবা দিয়ে চলেছেন তারা। জলপাইগুড়ি শহরের মারওয়ারি উচ্চ বালিকা বিদ্যালয় এর পাশে থেকেই এই পরিষেবা দিয়ে চলেছেন। প্রতি শনিবার দুপুরে নিরামিষ আহার এর উদ্যোগ নেন তারা।কোনদিন আমিষ আবার কোনদিন রকমারি খাবার দিয়ে আহারের ব্যবস্থা করেন। সাথে থাকে মিষ্টি ও। এই দিন লাইনস ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিস এর উদ্যোগে সয়াবিন চাটনি মিষ্টি ডাল ভাত ৫ টাকার বিনিময় আহারের ব্যবস্থা করেন। শতাধিক মানুষ এই সল্পমূল্যে এই খাবার পেয়ে থাকেন।এ বিষয়ে লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ির জেনেসিস এর সভাপতি বলেন আমরা বিগত চার বছর থেকে এই পরিষেবা দিয়ে আসছি মাত্র পাঁচ টাকার বিনিময়ে । কেউ পাঁচ টাকা দিতে না পারলে তাদেরও আমরা বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে দিই ।আগামী দিনে এই ব্যবস্থা আমাদের চলবে।
খাবার দিয়ে আহারের ব্যবস্থা করেন। সাথে থাকে মিষ্টি ও। এই দিন লাইনস ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিস এর মানবিক উদ্যোগ।

Leave a Reply