জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – পুজো কমিটির 25 বছর উপলক্ষে রক্তদান শিবির জলপাইগুড়িতে।রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে আসলো দূগা পুজো কমিটির সদস্য রা।আদি নিউটাউন পাড়া দুর্গা পুজো কমিটির পরিচালনায় রবিবার পুজো প্রাঙ্গনে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল।এই ধরনের উদ্যোগ তারা বার বার ই নেবার কথা জানিয়েছেন। জলপাইগুড়ি ম্যাডিক্যাল কলেজ ও হসপিটাল এর চিকিৎসকরা শিবির টি পরিচালনা করেন।স়ংগৃহিত রক্ত পাঠানো হয়েছে জলপাইগুড়ি ম্যাডিক্যাল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকে। এই ধরনের উদ্যোগ সকল পূজা কমিটিকে নেওয়ার কথা বলেন আদি নিউটন পাড়া দুর্গাপূজা কমিটির সদস্যরা।
আদি নিউটাউন পাড়া দুর্গা পুজো কমিটির পরিচালনায় রবিবার পুজো প্রাঙ্গনে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল।

Leave a Reply