জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – পুজোতে নতুন বস্ত্র উপহার সাধারণ মানুষদের ।রবিবার মোহিতনগর হিন্দু মিলন মন্দির এর উদ্যোগে বস্ত্র দান কর্মসূচি নেয়া হয়েছিল। এই দিন মোহিতনগর হিন্দু মিলন মন্দিরের প্রাঙ্গণ থেকে কয়েক শতাব্দিক মানুষের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন ।এই ধরনের উদ্যোগ বিগত বছর থেকেই তারা করে আসছেন এ বছরও সেই উদ্যোগ থেকে তারা পিছিয়ে পড়েনি।এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার বলেন প্রতিবার এই কর্মসূচি পালিত হয় এবারও আমরা এই কর্মসূচি থেকে পিছিয়ে পড়ি নাই ।কয়েক শতাধিক অসহায় দরিদ্র মানুষের কাছে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেয়া হলো। পাশাপাশি আজকের এই কর্মসূচিতে কলকাতার একটি সাংস্কৃতিক সংস্থা বিশেষভাবে সাহায্য করেছিলেন বলে তিনি বলেন। বস্ত্র বিতরণের পর সকলকে পেট ভরে দুপুরের আহারের ও উদ্যোগ নিয়েছিলেন তারা
রবিবার মোহিতনগর হিন্দু মিলন মন্দির এর উদ্যোগে বস্ত্র দান কর্মসূচি নেওয়া হয়েছিল।

Leave a Reply