নবী দিবস উপলক্ষে আশরফিপাড়া ইয়ং স্টার গ্রুপের উদ্যোগে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কবাডি ঐতিহ‍্যেও উজ্জ্বল, সাম্প্রতিক সাফল‍্যেও গৌরবময়।বর্তমানে ক্রিকেটের দাপটে এমন দেশীয় খেলা যাতে হারিয়ে না গিয়ে আরো চর্চিত হয় সেটা দেখার দায়িত্ব ক্রীড়াপ্রেমীদের। তাই কবাডি খেলাকে বাঁচিয়ে রাখতে দুবরাজপুরের ইসলামপুর আশরফিপাড়া ইয়ং স্টার গ্রুপের উদ্যোগে কবাডির ফাইনাল খেলা আয়োজিত হয়। প্রতি বছর নবী দিবস উপলক্ষে আশরফিপাড়া ইয়ং স্টার গ্রুপের উদ্যোগে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু এবারে বৃষ্টির জন্য কয়েকদিন পর শুরু করা হল। বিগত ৬ বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছেন আশরফিপাড়া ইয়ং স্টার গ্রুপের সদস্যরা। জেলার ১০ টি কবাডির দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় সদাইপুর থানার বিশালপুর একাদশ এবং ইসলামপুর ফ্রেণ্ডস্‌ গ্রুপ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে ইসলামপুর ফ্রেণ্ডস্‌ গ্রুপকে পরাজিত করে বিশালপুর একাদশ। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে বেষ্ট রাইডার, বেষ্ট ডিফেন্স, ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। সবশেষে বিজয়ী দল ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফি তুলে দেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী। কবাডি খেলা দেখতে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী হাজির ছিলেন। ইসলামপুর আশরফিপাড়া ইয়ং স্টার ক্লাবের সদস্যদের সাধুবাদ জানান উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *