পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কামদুনি হত্যা কান্ডে দোষিদের কঠোরতম শাস্তি চেয়ে রাস্তায় বিজেপির বর্ধমান সদর জেলা মহিলামোর্চা। বুধবার দুপুরে বর্ধমান কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির মহিলা কার্য্যকর্তারা। তাদের দাবী, কামদুনি কান্ডে দোষিদের সঠিক বিচার করা হলো না কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। মহিলামোর্চার জেলা সভাপতি রাখি মল্লিক অভিযোগ করে বলেন, কামদুনি কান্ডের মতো গুরুত্বর অপরাধের দোষিদের লঘু দন্ড দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। কারণ, রাজ্যে সরকারের পুলিশ ও সিআইডি অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। আমরা চাই নির্ভয়া কান্ডে যে রকম ফাঁসির শাস্তি হয়েছে, তেমন কামদুনি কান্ডের দোষিদের ফাঁসি হওয়া হয়।
বুধবার দুপুরে বর্ধমান কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির মহিলা কার্য্যকর্তারা।

Leave a Reply