জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – কামদুনির ঘটনায় পথ অবরোধ করলো জেলা কংগ্রেস। সমাজ পাড়া মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ।কামদুনির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সমাজ পাড়া মোড়ে একটি ধিক্কার প্রতি বাদ সভা অনুষ্ঠিত হয়েছিল।এই বিষয়ে জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন কামদুনি ঘটনা খুব খারাপ বিষয়।একটি মেয়েকে অপমান করে খুন করা হয়েছিল। কিন্তু বিচার পাইনি সেই পরিবার। এইদিনের ধিক্কার সভাতে জেলা কংগ্রেসের সভাপতি ছাড়া ও ক়ংগেসের অন্যান্য ক়ংগেসের সদস্য রা এখানে উপস্থিত হয়েছিলেন। আগামী তে আরও বড় ধরনের আন্দোলন করার কথা ঘোষণা করেন পিনাকী সেনগুপ্ত।
কামদুনির ঘটনায় পথ অবরোধ করলো জেলা কংগ্রেস, সমাজ পাড়া মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ।

Leave a Reply