বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অনুষ্ঠান।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে খণ্ডঘোষ থানার ব্যবস্থাপনায় সোমবার অনুষ্ঠিত হলো বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অনুষ্ঠান। সাধারণ মানুষের সুবিধার্থে পূজার আগে ফ্রি হেল্প ও মেডিসিন এর সুব্যবস্থা করা হয়। স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান- কে উদ্বুদ্ধ করতে উপস্থিত হয়েছিলেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী। উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেরা, মেজো বাবু সাকবীর আহমেদ, সমাজসেবি শফিকুল ইসলাম সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, এই ধরনের হেলথ চেকআপ ও ওষুধের ব্যবস্থা করা একটা বড় কাজ বলে মনে করি । শিবির থেকে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। দুর্গাপুর মিশন হসপিটাল ও জামালপুর লায়ন্স ক্লাব শিবিরটি করে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এসডিপিও( সদর সাউথ) সুপ্রভাত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *