মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালভাবে ৮টি সম্পন্ন হওয়া কাজের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

0
2

নিজস্ব সংবাদদাতা; বালুরঘাট: – প্রায় ২ কোটি টাকা ব্যায়ে বালুরঘাট শহরে ৮টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করল বালুরঘাট পৌরসভা। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালভাবে ৮টি সম্পন্ন হওয়া কাজের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্যরা ও অন্যান্য পৌরপ্রতিনিধিরা। এদিন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে উদ্বোধিত হওয়া কাজগুলির মধ্যে রয়েছে পুলিন বিহারি সেতু, মহারাজা বোস পার্ক, ২টি পার্কিং জোন, সোলার হাই লাইট, রাস্তা, বালুরঘাট শহরের নামাঙ্কিত আই লাভ বালুরঘাট সেল্ফি জোন, ওপেন জিম। উল্লেখ বালুরঘাট শহরের ১৩নং, ১৪নং এবং ১৫নং ওয়ার্ডের মানুষদের সুবিধার্থে বালুরঘাট পৌরসভা সোমবার একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন করে। যা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে জনগণকে অবহিত করা হয়। চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন বালুরঘাটের ফুটব্রিজটিকে স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারি বসু-র নামে এবং আত্রেয়ী কলোনী এলাকায় পার্কটিকে স্বাধীনতা সংগ্রামী মহারাজা বোস-এর নামে নামকরণ করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন এদিন উদ্বোধিত হওয়া প্রকল্পগুলি বালুরঘাটবাসীদের দীর্ঘদিনের দাবী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here