জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – জলপাইগুড়ি শহরকে নিরাপত্তা রাখতেই জলপাইগুড়ি শহর জুড়ে শুরু হয়েছে শহরের কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানোর কাজ। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যেগে এই উদ্যোগ নেবার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সেই সিসি ক্যামেরা লাগানোর ছবি দেখা গেলো শহরের বিভিন্ন জায়গায়।জোড়া বাতি মোড় থেকে দিনবাজার,সমাজপাড়া, বেগুন টারি, কদমতলা,বড় ডাকঘর মোড় ,থানা মোড় ইত্যাদি জায়গায় এই কাজ করছেন কর্মীরা। মূলত পুরনো যে সব ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল তার ই নতুন রুপে লাগানোর কাজ শুরু হয়েছে।এর ফলে শহরের নিরাপত্তা পুজোর আগেই আরোও শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে।