পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,পাশাপাশি গুরুতর আহত হয় অপর এক যুবক,মঙ্গলবার রাত্রি দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তুলসীচটি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর,জানা গিয়েছে মৃত ওই দুই যুবকের নাম সৌরভ পান যার বয়স আনুমানিক ১৮ বছর, অপর জনের নাম সূর্য নায়েক যার বয়স আনুমানিক ১৭ বছর, তিনজনের বাড়ি গড়বেতার নরহরিপুর এলাকায়,বুধবার সকাল দশটা নাগাদ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রি দেড়টা নাগাদ কিয়াবনি থেকে তিন যুবক বাইকে করে গড়বেতা যাওয়ার পথে তুলসীচটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে ,ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইকে থাকা ৩ যুবক,এরপর স্থানীয়দের তৎপরতায় আহত ওই তিন যুবককে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে ঘোষণা করে,গুরুতর অপর যুবককে শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, ইতিমধ্যেই বুধবার ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গড়বেতা থানার পুলিশ,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।