জলপাইগুড়িতে মিষ্টির দোকান গুলিতে উপচে পড়েছে ভীড়।

0
162

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্গা পূজা শেষ, এবার বিজয়াদশমী উপলক্ষে মিষ্টিমুখের পালা। তাই জলপাইগুড়িতে মিষ্টির দোকান গুলিতে উপচে পড়েছে। বিজয়া দশমীতে নিজেরা যেমন মিষ্টিমুখ করছে সাধারণ মানুষ তেমনি প্রিয়জন ও আত্মীয়স্বজনদেরও মিষ্টিমুখ করাতে আগাম বায়না দিয়ে মিষ্টির দোকানে পছন্দ মত মিষ্টি বানিয়ে নিচ্ছে অনেকে।
যার ফলে বিজয় দশমীতে জলপাইগুড়ি তে বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। এবার স্পেশাল সীতাভোগ, জিলাপি, মিহিদানা সহ বিভিন্ন মিষ্টি বিকচ্ছে দেদারে। মিষ্টির বিক্রির বাহার দেখে খুশি দোকানদারা। এক দোকানদারের দাবি বিজয়া দশমী উপলক্ষে স্পেশাল কিছু মিষ্টি বানানো হচ্ছে। প্রচুর চাহিদা রয়েছে। অন্যদিক মিষ্টির প্যাকেট নিয়ে এক গ্রাহক জানান বিজয়া দশমীতে বরাবরই আমরা নিজেরা যেমন মিষ্টিমুখ করি তেমনি প্রিয়জন ও গুরুজনদের মিষ্টি মুখ করিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে যাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here