নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে গত সোমবার সাত সকালে মালদা জেলার পুরাতন মালদা থানার মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যায় হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকায়, ওই মৃত দুই পরিবারে বাড়ি যান।হবিবপুর ব্লকের তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি কিষ্টু মুর্মু,সহ আইহো অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রতাপ দাস এছাড়াও প্রাক্তন মেম্বার অমৃত হালদার সহ অন্যনরা।এবিষয়ে ব্লক সভাপতি কিষ্টু মুমু বলেন,তাদের পাশে থাকা এবং সব রকম সহযোগী করার আশ্বাস দেওয়া হয়।