লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে গিয়ে অগ্নিমূল্য পূজোর বাজার করতে গিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে ভক্তকুলের।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ অক্টোবর : দশমীতে ছেলে মেয়েদের নিয়ে মা দুর্গা কৈলাশে ফিরে যাওয়ার পর, মর্তে আবার ফিরে আসছেন লক্ষ্মীদেবী। রাত পোহালেই শনিবার সেই ধনদাত্রী দেবী কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মাতবেন মর্তবাসী। দেবীকে সন্তুষ্ট করতে তাই কোনও চেষ্টার ত্রুটি রাখছেন না ভক্তকুল। কিন্তু বাদ সেঁধেছে পুজোর নানা উপকরণের মূল্য। লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে গিয়ে অগ্নিমূল্য পূজোর বাজার করতে গিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে ভক্তকুলের।দেবীর পুজোর ফল-মূল, মিষ্টি,চিড়ে, নারকেল,সহ খিচুড়ি ভোগের উপকণ সহ পুজোর শ্বেত পদ্মের চড়া দামে মুখ ব্যাজার হচ্ছে ক্রেতাদের। তবুও লক্ষ্মী আরাধনা বলে কথা। তার মধ্যেই দেবীকে সন্তুষ্ট করতে মরিয়া ক্রেতাদের পুজোর কেনাকাটা ভিড় দেখা গিয়েছে হবিবপুর থানায় আইহো, বুলবুলচন্ডী সহ বিভিন্ন বাজারে।
তবুও ধনের দেবীর কৃপা পেতে এতটুকু ফাঁক রাখতে চাইছেন না ভক্তকুল। ভিড়ের মধ্যেই পাল্লা দিয়ে চলছে পুজোর উপকরণ কেনার ধুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here