গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে পূজিতা হছে ১৮হাতের মহালক্ষ্মী ঠাকুর।

0
70

নিজস্ব সংবাদদাতা, মালদা: – বামনগোলায় পূজিতা হবেন ১৮হাতের মহালক্ষ্মী মালদহ জেলার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে পূজিতা হছে ১৮হাতের মহালক্ষ্মী ঠাকুর।এদিন সকালে
১৬ রকম উপাচার দিয়ে মায়ের পুজো দেওয়ার নিয়ম রয়েছে।সেই উপাচারে বস্ত্র,আলতা,কাজল,চিরুনি,ধুপচি, সহ নানা কিছু দেওয়া হয়।এছাড়াও ওই দিন মায়ের রাজকীয় ভোগে অন্ন,৫রকম ভাজা,৩তিন রকম তরকারি, ডাল,বিভিন্ন রকম মিষ্টি নিবেদন করা হয়।এদিন মহালক্ষ্মীর পুজোয় এক হাজার আটটি বেলপাতা দিয়ে বিরাট যজ্ঞ করা হয়।মায়ের আরতির
অনুষ্ঠানও নিষ্ঠার সহিত করা হয়।পূজিতা মহালক্ষ্মীর এক হাতে থাকে ভগবান নারায়ণের সুদর্শন চক্র, বাকি সতেরোটি হাতে ত্রিশূল,গদা,তীর, ধনুক,কুঠার,বজ্র,জপের মালা,শঙ্খ,পদ্ম সহ অন্যান্য অস্ত্র দিয়ে সুজজ্জিত থাকে।শুধু তাই নয়,একই আশ্রমে রাতে চিত্র পটের কোজাগরী রূপে মায়ের পুজো দেওয়া হয়।দেবী মাকে লুচি,সুজি,মিষ্টি নিবেদন করা হয়।পুজোতে গ্রামের মহিলারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।তাঁদের প্রসাদ বিতরণ করা হয়।মায়ের এই মহালক্ষ্মীর শক্তির রূপের দর্শন করতে অগনিত ভক্তরা ছুটে আসেন।

বামনগোলার সারদা তীর্থম আশ্রমের পক্ষে
স্বামী আত্মপ্রাণানন্দ মহারাজ বলেন,২০০০ সাল থেকে মায়ের পুজো শুরু হয়েছে।এবার ২৩বছরে পুজো পড়ল।নিয়ম একই থাকছে।আজ,সকালে ১৮হাতের মহালক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়।সেখানে সব নিয়ম ও নিষ্ঠা সহকারে মায়ের সেবা দেওয়ার নিয়ম রয়েছে। রাতের পূর্ণিমাতে কোজাগরী রূপে মায়ের পুজো দেওয়া হবে।সেই তোড়জোড় করা হচ্ছে।সেই রূপেই এখানে মায়ের পুজো করা হচ্ছে।মায়ের পুজোয় ১৬ উপাচার দেওয়া নিয়ম রয়েছে।যা পালন করা হয়।রাতে কোজাগরী রূপে ১০ উপাচার দিয়ে চিত্র পটে মায়ের আরাধনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here