শনিবার,হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের পারুলিয়া গ্রামে পুজিত হচ্ছে,কোজাগরী মা লক্ষ্মী।

0
73

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —– প্রায় ৪০ বছর ধরে মাটির ঘরে নিয়ম নিষ্ঠা মেনে পারুলিয়া গ্রামে পূজিত হচ্ছে মা লক্ষ্মী। দুর্গাপুজো শেষ। এবার ঘরে ঘরে আসতে চলেছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আরাধনায় মজেছেন আপামর বাঙালি। ধন-সম্পত্তির দেবী মা লক্ষ্মী। তাই ধন, খ্যাতি ও যশ পেতেই প্রতিটা লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়।শনিবার,হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের পারুলিয়া গ্রামে পুজিত হচ্ছে,কোজাগরী মা লক্ষ্মী।পূর্ণিমার দিনে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়।শনিবার কোজাগরী পূর্ণিমার পুণ্যতিথিতে বাঙালির ঘরে ঘরে তক্তি নিষ্ঠা ভরে পূজিতা হচ্ছেন ধনদাত্রী দেবী লক্ষ্মী।সীমান্তবর্তী এলাকা পারুলিয়া গ্রামে,,প্রায় ৪০ বছর ধরে হয়ে আছে লক্ষীনারায়ণ পূজো পারুলিয়া গ্রামের মা লক্ষ্মী তাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপরে নির্ভরশীল। সেই পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষ মা লক্ষ্মী ও নারায়ণ ঠাকুরকে পুজিত করে আসছেন গ্রামবাসী। মাটির ঘরে নিয়মনিষ্ঠা মেনে এই পুজো করে আসেন গ্রামবাসীরা,,,গ্রামবাসীরা বলেন এই লক্ষ্মী নারায়ণ পূজো দিয়ে গ্রামের ফসল লাগানো থেকে শুরু করে জমি থেকে ফসল তোলা পর্যন্ত নিয়ম মেনেই পুজো দিয়ে কাজ শুরু করে থাকেন গ্রামবাসীরা। মায়ের আশীর্বাদ ও অবদান রয়েছে পারুলীয়া গ্রামে। এই পুজোকে ঘিরে পূজা পরের দিন গ্রামে বসে মেলা সহ কীর্তন করেন গ্রামবাসী।আর এই লক্ষ্মীনারায়ণ ঠাকুর সারা বছরই এই মাটির ঘরে পুজো করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here