দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একজন রূপান্তরিত নারীর আত্মকথা নিয়ে এক্সচেঞ্জ নামক একটি চলচ্চিত্র এর ট্রিজার মুক্তি হল বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সভাকক্ষে রবিবার দুপুরে এই মুক্তি উপলক্ষ্যে ছিলেন নির্দেশক জয় নিরুপম ভাদুড়ী সহ অনান্য কলাকুশলীরা।
জানা গিয়েছে, পুরুষ থেকে একজন নারী রুপে প্রতিষ্ঠিত হওয়া কাহিনী নিয়েই এই চলচ্চিত্র। নির্দেশক জানান, এই গল্পের প্রধান চরিত্র জন্মেছিলেন পুরুষ হিসেবে। কিন্ত ধীরে ধীরে সে বুঝতে পারে তার মধ্যে সমস্ত আচরণ নারীদের মত। এরপরে নিজেকে নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়ে তার লড়াই শুরু। এনিয়ে পরিবার ও সমাজে তাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। অবশেষে নিজের অবস্থানে অনড় হয়ে সে নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়।
রূপান্তরিত নারীর আত্মকথা নিয়ে এক্সচেঞ্জ নামক একটি চলচ্চিত্র এর ট্রিজার মুক্তি হল বালুরঘাটে।












Leave a Reply