খানাখন্ডে ভরা রাস্তা নিয়েই ক্ষোভ গ্রামবাসীদের।

0
5

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আড়াই কিলোমিটার পাকা রাস্তা বেহাল। খানাখন্ডে ভরা রাস্তা নিয়েই ক্ষোভ গ্রামবাসীদের। প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এনিয়ে কোনো ভূমিকা চোখে পরছে না বলে অভিযোগ।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শিবতলী থেকে আমরাইল পর্যন্ত পাকা রাস্তাটি নিয়েই ক্ষোভ। এমূহূর্তে পাথর খুবলে গিয়ে গর্ত হয়েছে। চলাচলা অযোগ্য সেই রাস্তা দ্রুত সংস্কারের দাবি এলাকায়। ব্যর্থ গ্রাম পঞ্চায়েত অবশ্য তাকিয়ে রয়েছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের দিকেই।
এই পঞ্চায়েতের প্রধান জানান, সাধারণ এই ধরণের বড় রাস্তার কাজ করা হয়না গ্রাম পঞ্চায়েত থেকে। তারা শুধু গ্রামের ঢালাই রাস্তার কাজ করেন। এই রাস্তাটি যাতে সংস্কার এজন্য তিনি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ কর্তৃপক্ষ নজরে আনবেন।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরিশ সরকার জানান,জেলার চিংগিশপুর নয় জেলার সব রাস্তার পরিস্থিতি খুব খারাপ খুব তারাতারি কোর কমিটির মিটিং করে লিষ্ট করে রাস্তার কাজ শুরু করা হবে।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here